ঘুড়ি

0
240
চরকি ঘুড়ি বেতবাড়িয়া থেকে তোলা।

“ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো” গানে বন্দনায় ঘুড়িকে নানা ভাবে উপস্থাপন করা হয়েছে। ঘুড়ি বাঙালী সংস্কৃতির সাথে মিশে আছে। বছরে দুইটি ঋতু ঘুড়ি ওড়ানোর মৌসূম। তবে করোনা অতিমারির ফলে অনেকেই অলস সময় কাটাতে ঘুড়িকে একটি মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। তৈরী করা হচ্ছে নানা বর্ণের ঘুড়ি। খোকসার বিভিন্ন প্রান্ত থেকে ছবি গুলো তুলেছেন আমাদের প্রতিবেদক।

গড়াই নদীর চরে ঘুড়ি ওড়াতে চেষ্টা করছে শিশুরা। খোকসার খেয়াঘাট এলাকা থেকে ছবিটি তোলা।
চরকি ঘুড়ি
পরন্ত বিকালে ঘুড়ি ফিরছে শিশুটি। বহরম পুর থেকে ছবিটি তোলঅ।
চিলে ঘুড়ি ওড়াতে চেষ্টা করছে শিশুটি। খোকসা কালবিাড়ী থেকে ছবিটি তোলা।
শখের ঘুড়ি নিয়ে বাজারে চলেছে শিশুটি। মোড়াগাছা থেকে ছবিটি তোলা।
নিজের ঘুড়ি মেরামতে ব্যস্থ যুবক। কমলাপুর থেকে ছবিটি তোলা।
ছেলে সখ মেটাতে ঘুড়ি হাতে মা নেমেছে নদীর চরে। খোকসা খেয়া ঘাট এলাকা থেকে ছবিটি তোলঅ।