“ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো” গানে বন্দনায় ঘুড়িকে নানা ভাবে উপস্থাপন করা হয়েছে। ঘুড়ি বাঙালী সংস্কৃতির সাথে মিশে আছে। বছরে দুইটি ঋতু ঘুড়ি ওড়ানোর মৌসূম। তবে করোনা অতিমারির ফলে অনেকেই অলস সময় কাটাতে ঘুড়িকে একটি মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। তৈরী করা হচ্ছে নানা বর্ণের ঘুড়ি। খোকসার বিভিন্ন প্রান্ত থেকে ছবি গুলো তুলেছেন আমাদের প্রতিবেদক।






