ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় মিথ্যা অপবাদ দিয়ে সালিশী মজলিসে বাবা মেয়েসহ পরিবারের সবার উপর শারীরিক নির্যাতন করেছে প্রভাবশালী মাতুব্বররা।
সদর উপজেলার বারইখালী গ্রামে এ ঘটনায় ােভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। পুলিশ নুর আসলাম নামে এক মাতুব্বরকে গ্রেফতার করেছে।
সালিশী নির্যাতনের শিকার গোলাপী খাতুন জানান, তার ১৫ বছর বয়সী মেয়ের সাথে একই গ্রামের তালেবের ছেলে আকাশ হোসেনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়ে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানান তারা।
গোলাপী খাতুন আরো জানান, গ্রামের মাতব্বর নুর ইসলাম, ফরিদ, হামিদ ও বিল্লাল হোসেন তার স্বামী ইদ্রিস আলীকে মেয়ের বিয়েতে রাজি করানোর চেষ্টা করে। এক পর্যায়ে তারা ইদ্রিস আলীর সাথে তার নিজের মেয়ের অনৈতিক সম্পর্কের অপবাদ দিয়ে সালিশী বৈঠকের আয়োজন করে। সেখানে তারা মেয়ের বাবা ইদ্রিস আলীর মুখে চুনকালী দেয়। এ ছাড়া পরিবারের অন্য সদস্যদেরও মারপিট করে। মিথ্যা অপবাদ দিয়ে মেয়ের বাবাসহ পরিবারের লোকদের উপর নির্যাতকারীদের বিচারের দাবি করেন তিনি।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানন, বৃহস্পতিবার দুপুরে অভিযোগ পেয়ে আমরা অভিযুক্ত মাতব্বর নুর ইসলামকে আটক করেছি। তদন্ত সাপেে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, এমন অভিযোগ সদর থানায় করা হয়েছে বলে শুনেছি। অভিযোগের সত্যতা পেলে কঠোর আইনগত ব্যবস্থা নিব।