ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে নতুন করে আরও ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। ২৪ ঘন্টায় ৬৩ জনের নমুনা পরীা করে ৩০ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৪৭ দশমিক ৬১ ভাগ। এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ৩ হাজার ৪’শ ২১ জনে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭১ জনে।
এদিকে সোমবার রাতে জেলা প্রশাসক মজিবর রহমান স্বারিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞাপ্তিতে করোনার সংক্রমন প্রতিরোধে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত জেলাব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করা হয়। লকডাউন কার্যকরে শহরের বিভিন্ন স্থানে পুলিশের প থেকে চেকপোস্ট বসানো হয়েছে। জন সাধারণের চলা ফেরা সীমিত করা হয়।