স্টাফ রিপোর্টার
খোকসায় নেশাজাত ট্যাবলেট ট্যাপেন্ডাসহ আটক যুবকের তিন মাসের কারাদন্ডসহ অর্থ দন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
দন্ডপ্রাপ্ত যুবকের নাম শহিদুল ইসলাম। সে উপজেলার শোমসপুর কলেজ পাড়ার মৃত ওয়াজেদ শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল খোকসা বাস স্ট্যান্ডে যুবক শহীদুলকে চ্যালেঞ্জ করে। তার শরীর তল্লাসী করে ৩০টি ট্যাপেন্ডা নামের ব্যাথা নিরাময়ের ট্যাবলেট উদ্ধার করে। পুলিশে এএসআই আসাদের দাবি ওই যুবক নিজে সেবনের জন্য পাংশা উপজেলার মাছপাড়া থেকে ট্যাবলেট গুলো খরিদ করে শোমসপুর এলাকায় ফিরছিল।
রাত ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ইসাহক আলী ঘটনা স্থলে উপস্থিত হন। পুলিশের হাতে আটক যুবক ভ্রাম্যমান আদালতের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে। পবে আদালত যুবকে শহিদুলকে তিন মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করে।