ডিসেম্বরের মধ্যেই ৯০ ভাগ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে – এমপি হানিফ

0
130

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি মাহাবুবুল আলম হানফ বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের শতকরা ৮০ থেকে ৯০ ভাগ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হবে। বিভিন্ন সোর্স থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে। এখন আর ভ্যাকসিনের কোন সমস্যা নেই। করোনা ভাইরাসের সংক্রমণে এখন গোটা বিশ^ আতংকিত। বাংলাদেশেও করোনা আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। এ ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলাতেও করোনা আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। তবে কুষ্টিয়ায় করোনা আক্রান্ত কোন রোগীকে অক্সিজেনের অভাবে মরতে দেব না বলে ঘোষণা দেন এই এমপি।

করোনা মোকাবেলায় গ্রাম পর্যায়ে গঠিত কমিটির সাথে সমন্বয় করে স্থানীয় প্রশাসনকে প্রতিটি মানুষ যাতে মাস্ক মুখে রাখে এটা নিশ্চিত করারও তাগিদ দেন তিনি। লকডাউন শিথিল করা প্রসঙ্গে হানিফ বলেন, সরকার জীবন ও জীবিকা সমন্বয় করে যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। ঈদের পরেই লকডাউন সর্বোচ্চ কঠোর হবে বলেও তিনি উল্লেখ করেন।

বুধবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সভা কে করোনা সংকটে-মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের নানা উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করে হানিফ বলেন, এ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে। মাস্ক পরিধানসহ শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একজন ব্যক্তিও যেন বিনা চিকিৎসায় না মরে সেদিকে সজাগ থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে জীবিকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশী।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. আব্দুল মোমেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএমএর সভাপতি ডা. এস এম মুস্তানজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিকালে মাহাবুব উল আলম হানিফ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৮২ পরিবারকে নগদ অর্থ এবং ৪৪ পরিবারকে ৯০ বান্ডিল ঢেউটিন ও নগদ ২,৭০,০০০ টাকা, হাটশ হরিপুর ইউনিয়নে ২৬১৬ পরিবারের মাঝে ৪ ল ৭৫ হাজার টাকা ও ১৬ দশমিক ৬৬ মে.টন খাদ্যশস্য, বটতৈল ইউনিয়নে ২৫১২ পরিবারের মাঝে ৪ ল ৭৫ হাজার টাকা ও ১৫ দশমিক ৬২ মে.টন খাদ্যশস্য, আলামপুর ইউনিয়নে ২৩৬৭ পরিবারের মাঝে ৪ ল ৭৩ হাজার নগদ অর্থ ও ১৪ দশমিক ২১ মে.টন খাদ্যশস্য এবং জিয়ারখী ইউনিয়নের ২৫৬২ পরিবারের মাঝে নগদ ৪ ল ৭৩ হাজার টাকা ও ১৬ দশমিক ৬ মে.টন খাদ্যশস্য বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে সসদ্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কুষ্টিয়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার মাহাবুব উল আলম হানিফ এমপি দিন ব্যাপী সদর উপজেলার আইলচারা, পাটিকাবাড়ী, গোস্বামীদূর্গাপুর, মনোহারদিয়া, ঝাউদিয়া, আব্দালপুর, হরিণারায়ণপুর ও উজানগ্রামে মোট ১৭ হাজার ৪৪ পরিবারের মাঝে নগদ অর্থ ৩৭ ল ৮৪ হাজার টাকা ও ৩৬,৫২৮.২৯ মে. টন খাদ্যশস্য বিতরণ করবেন।