কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড এ হাসপাতালে মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১২ জন এবং করোনার উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ কিছুটা হলেও কমেছে।। আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রবিবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ২৫০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যাই ১৮৩ জন। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরো ৫০ জন।
এদিকে কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৮৮ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৭৪ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১১ হাজার ৯৬৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৭২০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩৯৫ জন। নতুন করে শনাক্ত হওয়া ২০৫ জনের মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদর উপজেলায় ৪১ জন, দৌলতপুর উপজেলায় ৩৭ জন, কুমারখালী উপজেলায় ৪৯ জন, ভেড়ামারা উপজেলায় ৪৬ জন, মিরপুর উপজেলায় ১৩ জন ও খোকসা উপজেলায় ১৯ জন। এখন পর্যন্ত জেলায় ৭৮ হাজার ৩৮৪ জনের নমুনা পরীার জন্য নেওয়া হয়েছে। নমুনা পরীার প্রতিবেদন পাওয়া গেছে ৭৪ হাজার ২৬৪ জনের। বাকিরা নমুনা পরীার প্রতিবেদনের অপোয় রয়েছেন। বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ হাজার ৮৫২ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২৮৯ জন এবং হোম আইসোলেশনে আছেন ৩ হাজার ৫৬৩ জন।