কুষ্টিয়া প্রতিনিধি
স্ত্রীর মৃত্যুর দশ দিন পর করোনা ভাইরাসে আক্রান্ত কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ মারা গেছেন।
রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাত ১ টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
তিনি তিন ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী বর্ষীয়ান এই নেতার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আওয়ামী লীগ নেতা আফাজ উদ্দিন আহমেদের ছোট ছেলে দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ ও তার স্ত্রী মনোয়ারা বেগম সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন। গত ২৩ জুন তাঁদের দুজনকেই উন্নত চিকিৎসার জন্য আলাদা দুটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়। ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে। সেখানে দুই সপ্তাহ ধরে চিকিৎসা একপর্যায়ে ৮ জুলাই সকালে করোনা আক্রান্ত মনোরায়া বেগম মৃত্যুবরণ করেন। সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ তাঁর স্ত্রীর মৃত্যুর সময় ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। স্ত্রীর মৃত্যুর পর থেকেই ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবণতি ঘটতে থাকে।
গত পাঁচদিন আগে বিএসএমএমইউ থেকে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়ার পর ক্রমশ তাঁর অবস্থার অবণতি হলে লাইফ সাপোর্ট দেয়া হয়। টানা ২৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পরাস্থ হন আফাজ উদ্দিন।