দ্রোহ অনলাইন ডেস্ক
চলমান কঠোর বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। তবে বিধিনিষেধ ১১ আগস্ট থেকে শিথিল করা হবে।
সরকারী বলা হচ্ছে, ১১ আগস্ট থেকে সবকিছুই সীমিত পরিসরে খোলা থাকবে।
মঙ্গলবার করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের এক সভা শেষে এসব তথ্য জানান বৈঠকের সভাপতি এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রীরা জানান, ১১ আগস্ট থেকে অন্যান্য কলকারখানা, দোকানপাট, যানবাহন ও অফিসও চলবে। তবে একসঙ্গে নয়। স্থানীয় প্রশাসনকে বলা হবে পর্যায়ক্রমে এসব চলাচলের ব্যবস্থা করে।
যদি বর্তমানে গাজীপুর থেকে প্রতিদিন ১০০ গাড়ি চলে। সেখানে হয়তো ৩০টি বা ৫০টি চলবে। আজকে এগুলো যাবে তো পরদিন অন্যগুলো যাবে। মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বসে পালা করে দেওয়া হবে। রেল, লঞ্চও চলবে। আর সীমিত আকারে চলার বিষয়টি নির্ধারণ করে জনগণকে অবহিত করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ। অর্থাৎ শর্তসাপেে খোলা হবে।
মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী বলেন, ‘টেস্ট কেস’ হিসেবে দুই-চার দিন দেখা হবে। বাস্তবতার নিরিখে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।
শিাপ্রতিষ্ঠান বন্ধই থাকছে। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ৩১ আগস্ট পর্যন্ত শিাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে অর্থাৎ, ১০ আগস্টের পর বিধিনিষেধ অনেকটাই শিথিল হয়ে যাবে।