কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের দায়ে সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মাহফুজুর রহমান ও তাঁর স্ত্রী রাশিদা বেগমের নামে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। ৎ
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক মো: আলমগীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং ১০। ধারা ২০১২ এর ৪(২) ও ৪ (৩) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামীগণ কর্তৃক জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ২০ লক্ষ ৯ হাজার ১৪ টাকার সম্পদ অর্জন করাসহ সম্পদ অর্জনে সহায়তা করেছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক মো: জাকারিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।