কুষ্টিয়ায় ছাত্রী আত্মহত্যা করেছে

0
146
উৎসুক জনতা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় প্রেমিকের ওপর অভিমান করে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

বুধবার সকালে কুষ্টিয়া শহরের এমএম ছাত্রী নিবাসের একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় জান্নাত রহমান (২০) নামের ওই শিার্র্থীকে উদ্ধার করা হয়। ছাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

জান্নাত রহমান মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকার জিল্লুর রহমানের কন্যা। এইচএসসি পাশ করার পর বিশ^বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ওই ছাত্রী নিবাসে থেকে কোচিং করতেন।

আরো পড়ুন – খোকসায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের ফাইনালে গোপগ্রাম চাম্পিয়ন

ছাত্রী নিবাসের বাসিন্দারা জানান, জান্নাত তার প্রেমিকার সাথে রাগারাগি করে কয়েকদিন ধরেই আত্মহত্যার চেষ্টা করে আসছিলেন। গত রাত একটা পর্যন্ত তার বান্ধবীরা তাকে সাথে রেখে দেয়। রাত আনুমানিক একটার পরে সবাই ঘুমাতে যায়। সকালে উঠে বান্ধবীরা তাকে ডাকতে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। পরে তারা আশেপাশের লোকজনদের ডেকে দরজা ভেঙ্গে রুমের মধ্যে প্রবেশ করে দেখেন ওড়না পেঁচানো অবস্থায় জান্নাত ঝুলে রয়েছে। এ সময় তার হাতে ব্যান্ডেজ ছিল।

ঘটনার সত্যতা স্বীকার করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল আলম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।