কুমারখালীতে নিহত কলেজ ছাত্রের লাশ নিয়ে মিছিল

0
124
লাশ নিয়ে স্বজনদের মিছিল। ইনসেডে নিহত কলেজ ছাত্র নয়ন।

কুমারখালী প্রতিনিধি

কুৃষ্টিয়ার কুমারখালীতে প্রেমিকার পরিবারের লোকদের হামলায় নিহত কলেজছাত্র নয়ন কুমার সরকারের লাশ নিয়ে বিােভ মিছিল করেছেন এলাকাবাসী।

সোমবার দুপুরে উপজেলার নন্দনালপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে ইউনিয়নের হাবাসপুর গড়াই নদীর বহলার চরে লাশের শেষকৃত্য সম্পন্ন হয়। নিহত নয়ন নন্দনালপুর গ্রামের যগেশ কুমার সরকারের ছেলে। তিনি আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

নিহত কলেজ ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, নন্দনালপুর ইউনিয়নের এক মেয়ের সঙ্গে নয়ন কুমারের প্রেম ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। গত শনিবার মধ্যরাতে নয়ন নিখোঁজ হন। পরদিন রবিবার ভোরে সোন্দাহ নতুন পাড়া মাঠ থেকে রক্তাক্ত অবস্থায় নয়নকে উদ্ধার করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নয়ন কুমার সরকারের বাবা যগেশ কুমার কুমারখালী থানায় হত্যা মামলা করেন। মামলায় ওই মেয়ের চাচাসহ আটজনকে আসামি করা হয়।

মামলার এজাহারে যগেশ কুমার সরকার উল্লেখ করেছেন, ওই মেয়ের পরিবার নয়নকে হুমকি দিয়ে আসছিল। প্রেমের জেরেই তাঁর ছেলেকে আসামিরা অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করেছেন।

আরো পড়ুন – ভোজ্য তেলের দাম কমল লিটারে ১৪ টাকা

এ মামলায় খোকসা এলাকা থেকে আলম (৩৮) নামের একজনকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। আটক আলম নন্দনালপুর ইউনিয়নের বাঁশআরা গ্রামের বাসিন্দা।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, প্রেমের জেরে হত্যার অভিযোগে থানায় মামলা করেছেন নিহত ব্যক্তির বাবা। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাঁকি আসামিদের ধরতে অভিযান চলছে।