দৌলতপুরে ট্রাক শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ

0
123

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের এক সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার আল্লারদর্গা বাজারে কাঠের গুড়ি ফেলে কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা।

শ্রমিকরা জানান, নামের সাথে মিল থাকায় প্রকৃত আসামীকে গ্রেফতার না করে ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য আসাদকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে দৌলতপুর থানা পুলিশ। আসাদ দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের নুরা মন্ডলের ছেলে। শ্রমিকদের দাবী দুই বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানার প্রকৃত আসামী একই গ্রামের নুর ইসলামের ছেলে আসাদ। আসামী আসাদ ২০০৭ সালের ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক রয়েছেন এবং বর্তমানে সে মিরপুর উপজেলার নয়মাইল কাচারী এলাকায় বসবাস করছেন। তাকে গ্রেফতার না করে নামের সাথে মিল থাকায় শ্রমিক ইউনিয়নের সদস্য আসাদকে গ্রেফতার করা হয়েছে। এরই প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে। সড়ক অবরোধ কালে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের অপসারণ চেয়ে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক নেতাদের সাথে আলোচনায় বসেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়।

আরো পড়ুন – কুমারখালীর গ্রাম থেকে ৩৫টি দেশীয় অস্ত্র জব্দ

দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, শ্রমিক নেতাদের সাথে কথা বলে সড়ক অবরোধ স্বাভাবিক করা হয়েছে।