কুমারখালীতে সামাজিক-সম্প্রীতি সমাবেশ

0
117

কুমারখালী প্রতিনিধি

কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের প্রধান গেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এটিএম আবুল মনছুর, পাবলিক লাইব্রেরি’র সাধারণ সম্পাদক মমতাজ বেগম, মাদ্রাসা শিক মাওলানা আবু সাঈদ রফিকুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন – কুমারখালীতে সম্মানী ভাতা বৃদ্ধির দাবিতে কাউন্সিলরের স্ট্যাটাস

উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশে অনুষ্ঠিত হয়।