খোকসায় শিব চতুর্দশীতে পূণ্যস্নান অনুষ্ঠিত

0
144

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ঈশ্বরদীতে শিব চতুর্দশী উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা ও পূণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী পাগলাবাবার ধামের ৩ দিন ব্যাপী শিব চতুর্দশী অনুষ্ঠানের ১ম দিনে শনিবার দুপুরে এ মঙ্গল শোভাযাত্রা ও পূণ্যস্নান অনুষ্ঠিত হয়।

দুপুরে স্থানীয় মাতুয়া সম্প্রদায়ের হরিবোলের দলের জয়ঢাক বাজনার তালে তালে ঈশ্বরদী পাগলা বাবার ধামের ৫ শতাধীক ভক্তবৃন্দ এ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

মঙ্গল শোভা যাত্রাটি ঈশ্বরদী পাগলাবাবার ধাম থেকে শুরু হয়ে ইচলাট বটতলা প্রদক্ষিণ করে নাগরপাড়া হাওর নদীর ঘাটে বাবা মহাদেবের পূণ্যস্নান শেষে পুনরায় ঈশ্বরদী পাগলা বাবার ধামে এসে শেষ হয়। শোভাযাত্রায় শতশত ধর্মপ্রাণ ভক্ত ও পূনার্থী অংশ গ্রহন করেন।

শনিবার রাতে চার প্রহরে মহাদেরে পুজা, রবি ও সোমবার কীর্তন ও ভক্ত সেবার মধ্যে শিব চতুর্দশী অনুষ্ঠানের শেষ হবে।