পান্টি বাজারে আগুনে তিনটি দোকান ভস্মিভূত

0
144

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারে ভয়াবহ আগুনে তিনটি দোকান ভস্মিভূত হয়েছে। দোকান তিনটির সমস্ত মালামাল, আসবাবপত্র যন্ত্রপাতি পুড়ে গেছে। এতে প্রায় সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার রাত ১১ টার দিকে উপজেলার পান্টি বাজার এলাকার সি আই মোল্লা মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের দুইটি ইফনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে মাহফুজুর রহমান নামের এক যুবক আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তিনি ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন শেখ সাহেব ডিজানিং হাউজের স্বত্বাধিকারী ফিরোজ আলী, লিখন ঘটি চা এন্ড কপি হাউজের প্রোপাইটর লিখন মিয়া ও মায়ের দোয়া সার্ভিসিং সেন্টারের স্বত্বাধিকারী লিমন হোসেন।

ফায়ার সার্ভিস ও উপস্থিত এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, রাত ১১ টার দিকে শেখ সাহেব ডিজানিং হাউজে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে লিখন ঘটি চা এন্ড কপি হাউজ ও মায়ের দোয়া সার্ভিসিং সেন্টারে আগুন ছড়িয়ে পড়ে।

উপস্থিত জনতা এবং কুষ্টিয়া সদর ও পাশ্ববর্তি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি দোকানের মালামাল, আসবাবপত্র ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় সাত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

এবিষয়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ফিরোজ বলেন, তার দোকানের ডিজাইনিং যন্ত্রপাতি, ফার্নিচার, কাঠসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি পুড়ে গেছে। তার প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আহত যুবক মাহফুজুর রহমান বলেন, আগুন নিভানোর জন্য তিনি দোকানের চাতালে( বাঁশের চাটাইয়ের ছাদ) উঠেছিলেন। সেখান পরে তার দুই হাতের কয়েকটি স্থানে কেটে গেছে।

পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমন বলেন, খবর পেয়ে ছুটে এসে তিনি ভয়াবহ আগুন দেখতে পান। প্রথমে জনতা এবং পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করেন। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে।
শৈলকূপা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহযোগীতায় তারা আগুন নিয়ন্ত্রণ করেছেন। আগুনে তিনটি দোকানের মালামাল পুড়ে গেছে।