ভুট্টা খেতের বিষ টোপে শিশুর মৃত্যু

0
124

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গ্রামে ভূট্টা খেতে কাঠবিড়ালির উপদ্রব ঠেকাতে দেওয়া বিষ টোপ খেয়ে ৩ বছরের এক শিমুর মৃত্যু হয়েছে। অসুস্থ্য অপর এক শিশুকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধায় উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের কৃষক আবু তালেবের ভূট্টা খেতে এঘটনা ঘটে।

নিহত শিশু ওই এলাকার ইবাদুল হোসেনের মেয়ে নোভা খাতুন (৩)। বিষটোপ খেয়ে অপর শিশু সায়োম (৩) অসুস্থ্য হয়ে পরেছে। সে এলাকার সাইদুল ইসলামের ছেলে। নিহত ও অসুস্থ্য দুই শিশু সম্পর্কের চাচাতো ভাই বোন।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, কৃষক আবু তালেব ভূট্টা খেতে কাঠবিড়ালি মারার জন্য গুড়ের সাথে বিষ মিশিয়ে গোল গোল মিষ্টি বানিয়ে রেখে যায়। বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে ওই খেত থেকে শিশু নোভা ও সায়োম বিষটোপের মিষ্টি কুড়িয়ে পেয়ে খেয়ে ফেলে। মিষ্টি খেয়ে শিশুরা অসুস্থ্য শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়।

সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানকার চিকিৎসক নোভাকে মৃত ঘোষণা করে এবং সায়োমকে ভর্তি করে। সায়োম বর্তমানে আশঙ্খা মুক্ত বলে জানা গেছে।

নিহত শিশুর দাদা বসির উদ্দিন বলেন, বাড়ির পাশের ভূট্টা খেত থেকে বিষ মিশানো মিষ্টি খেয়ে নোভা মারা গেছে। আর সায়োম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত কৃষক আবু তালেব মুঠোফোনে বলেন, তাঁর ফসলে কাঠবিড়ালের উপদ্রব। তা নিধনের জন্য তিনি আঁখের গুড়ের সাথে বিষ মিশিয়ে রেখেছেন। কিন্তু এভাবে দুর্ঘটনা ঘটবে তিনি তা বুঝতে পারেনি।

জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম বলেন, একজন শিশু হাসপাতালে পৌছানোর পূর্বেই মারা গিয়েছিল। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে বিপদমুক্ত আছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন হোসাইন বলেন, ভূট্টা খেতের কাঠবিড়ালি মারা বিষপানে এদুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।