খোকসায় সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ কর্মী মারা গেছেন

0
133

স্টাফ রিপোর্টার

দলের শান্তি সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ কর্মী লিয়াকত আলী মারা গেছেন। বসয়স্ক ভাতার কার্ডের স্বপ্ন অধরাই রয়ে গেলে তার।

সোমবার সন্ধ্যায় খোকসা বাস ষ্ট্যান্ডের অদুরে পেছন থেকে আসার মোটর সাইকেরের ধাক্কায় লিয়াকত আলী (৬৬) ও তার বহনকারী মোটর সাইকেলের চালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর আওয়ামী লীগের কর্মী লিয়াকত আালীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে ঢাকায় স্থানান্তরীত করা হয়। ঢাকায় নেবার পথে তার মৃত্যু হয়। তিনি খোকসা কালীবাড়ি পাড়ার মৃত খাজামদ্দিনের ছেলে। আহত মোটর সাইকেল চালক আকাশকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে কাদিরপুর গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে।

নিহত লিয়াকত আলী খোকসা পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য ছিলেন। বয়স্ক ভাতার এক খানা কার্ড পাওয়ার স্বপ্ন ছিল তার। কার্ডের আশায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরে দারস্ত হতে দেখা গেছে তাকে। কিন্তু কার্ড মেলেনি।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আকাশ জানান, তিনি পাংশা উপজেলার মাছপাড়া থেকে ফিরছিলেন। শিমুলিয়ার বিলজানি বাজার এলাকা থেকে বৃদ্ধ তার মোটর সাইকেলে ওঠেন। খোকসা পৌর কবর স্থানের সামনে পৌছালে পেছন থেকে আসা একটি দ্রæত গতির মোটর সাইকেল তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

নিহতের জামাতা জিল্লুর রহমান জানান, তার শ্বশুর লিয়াকত আলী আওয়ামী লীগের সমাবেশ থেকে ফেরার পথে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত হন। মঙ্গলবার সকালে ঢাকায় নেবার পথে মারা যান।

পৌর সভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও হিন্দু নেতা দ্বিলীপ বিশ্বাস নিশ্চিত করেন লিয়াকত আলী শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে অন্যের মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। তার বয়স্ক ভাতার কার্ড পাওয়ার স্বপ্ন ছিল দীর্ঘ দিনের। তার এই সামান্য স্বপ্ন অধরাই রয়ে গেলো।