কুমারখালীর গড়াই নদীতে বালু উত্তোলন বন্ধে অভিযান

0
108
Kumarkhali-Dro-8-p-1-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে এ কাজে ব্যবহৃত সরঞ্জামাদি এবং নির্মিত স্থাপনা ধ্বংস করে দিয়েছে প্রশাসন।

রবিবার বিকালে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম.এ মুহাইমিন আল জিহান পৌর এলাকার তেবাড়িয়ায় গড়াই নদীর চরে এ অভিযান পরিচালনা করেন। গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ নির্মিত স্থাপনা গুঁড়িয়ে দিয়ে নদীর জায়গা অবমুক্ত করা হয়।

স্থানীয়রা বলেন, এলাকার একটি প্রভাবশালী মহলের ইশারায় গড়াই নদীর খাসচর দখল করে অবৈধ বসতি নির্মানসহ দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ব্যবসা চলছিলো। প্রভাবশালী মহলের ভয়ে স্থানীয়রা কেউ এ বিষয়ে মুখ খোলেননি। প্রশাসনের এমন অতর্কিত অভিযানে স্থানীয়দের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।

অভিযান পরিচালনা কারী প্রশাসনিক কর্মকর্তা জানান, অদূর ভবিষ্যতেও যদি নদীর জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয় তবে তাদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।