গাংনীতে অভিমানী গৃহবধূর আত্মহত্যা

0
126
meherpur-Dro-8-p-2-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

মেহেরপুর জেলার গাংনীতে দু’সন্তানের এক জননী স্বামীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে

ঘটনাটি ঘটেছে উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামে। নিহত গৃহবধূর নাম পরিস্কার খাতুন।

রবিবার উপজেলার জুগিন্দা গ্রামে নিজ ঘরের আড়ার সাথে গলাই রশি পেঁচিয়ে পরিস্কার খাতুন (৩৫) নামের এই গৃহবধূ আত্মহত্যা করে। দু’সন্তানের জননী পরিস্কার খাতুন লিয়াকত আলীর স্ত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানায়, লিয়াকত আলী একজন সবজি ব্যবসায়ী। ব্যবসা পরিচালনার জন্য স্ত্রীকে দিয়ে বিভিন্ন জায়গা থেকে আর্থিক ঋণ করতেন। সেই টাকা পরিশোধ করতে না পেরে স্বামীর উপর অভিমান করে গলাই রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে।