কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর প্রাণ গেলো

0
106

কুমারখারী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর একটি গ্রামীন বাজারে নিজের দোকানে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে শাহাবুল সরদার নামের এক ওয়ার্কশপ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত শাহাবুল সরদার (৩৫) দয়রামপুর গ্রামের মনিরউদ্দিনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে নিজ ওয়ার্কশপে ঝালাইয়ের কাজ করছিল শাহাবুল। এ সময় বিদ্যুতায়িত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিসক ইমতিয়াজ বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

কুমারখালী থানার উপ-পরিদর্শক প্রদীপ বিশ্বাস বলেন, কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ব্যবসায়ীর মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।