খোকসায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

0
97

স্টাফ রিপোর্টার

ডোবার পানিতে নামতেই মায়ের পায়ে বেধে উঠে এলো কয়েক মিনিট আগে উধাও হওয়া আড়াই বছরের শিশু জীমের মৃতদেহ।

মঙ্গলবার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার খোকসার রতন পুর গ্রামে মায়ের সাথে নানা বাড়িতে আসা আড়াই বছরের শিশু জিম ঘরের পাশের ডোবার পানিতে পরে মারা গেছে। শিশুটি একই গ্রামের পলাশ শেখের দ্বিতীয় মেয়ে। শিশুটি দুই এক পা হাটতে শিখেছিল। ঘটনার সকালে শিশুটি মায়ের পাশ থেকে হঠাৎ উধাও হয়ে যায়। প্রতিবেশীদের বাড়িতে বাড়িতে খোজ করেও তার সন্ধ্যান মেলে না।

এক পর্যায়ে মা রিমা খাতুন শিশুটিকে খুজতে নিজে বাড়ির পাশের ডোবার পানিতে নেমে পরেন। সেখানেই মায়ের পায়ের সাথে শিশুটির মৃতদেহ বেঁধে যায়। তাকে (শিশুটিকে) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃতবলে ঘোষনা করেন।

স্থানীয় গ্রাম পুলিশ অপূর্ব জানান, সবে হাটতে শেখা শিশু জীম নানা বাড়ি থেকে উধাও হওয়ার ১০ মিনিটের মধ্যে খোজা খুজি শুরু করা হয়। কোথাও না পেয়ে নানির সন্দেহ হলে মা রিমা নিজেই ঘর সংলগ্ন ডোবার পানিতে শিশুটির সন্ধান শুরু করেন। এক পর্যায়ে মায়ের (রিমা’র) পায়ে বেধে যায় শিশুটি।

নিহত শিশুর নানা মতলেব শেখ জানান, বেড়াতে আসা মেয়ে ও নাতিন নিয়ে পরিবারের সবাই ব্যস্ত ছিল। এরই মধ্যে একটু বে-খেয়াল হওয়ায় শিশুটি ঘরের পাশের ডোবায় পরে যায়। এ সময় তিনি বাড়ি ছিলেন না। ফোনে খবর পেয়ে বাড়ি ফিরে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফসার জাহিদুল ইসলাম জানান, পানিতে ডোবা শিশু জীমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

খোকসা থানার ওসি (তদন্ত) গৌতম ঠাকুর বলেন, জীম পানিতে পরে মারা গেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।

ছবি