কুমারখালীতে চাউলের ডিলারকে জরিমানা

0
157

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীর সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাউল ওজনে কম দেওয়া ও অতিরিক্ত টাকা নেওয়ায় এক ডিলারকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর খুনকারপাড়া এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের ঘরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত হাতে নাতে প্রমান পেয়ে ডিলারকে জরিমানা করেন।

আমিরুল আরাফাত বলেন, ১৫ টাকা কেজি দরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিক্রির কথা থাকলেও ডিলার খন্দকার আতিকুল ইসলাম প্রতীক ওজনে কম দেওয়া ও অতিরিক্ত টাকা নিচ্ছিন। ঘটনার সত্যতা মেলায় ডিলাকে জরিমানা করা হয়।

এছাড়াও ডিলারের বিরুদ্ধে আইনগত পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য খাদ্য কর্মকর্তাক জানানো হয়ছে বলেও জানান তিনি।