‘কালো মানুষের’ জন্য গান উৎসর্গ করলেন সায়ান

0
139
saiuen-dro-8-p8
কন্ঠ শির্পী সায়ান। (ফাইল ছবি)

দ্রোহ বিনোদন অনলাইন

নিপীড়নের শিকার কৃষ্ণাঙ্গদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের মুক্তি চেয়ে নিজের লেখা ও সুরে গাওয়া গান ‘কালো মানুষ’ উৎসর্গ করেছেন কন্ঠশিল্পী সায়ান।

শুক্রবার নিজের ইউটিউব চ্যানেলে ‘কালো মানুষ’ শিরোনামে নিজের কথা ও সুরে গাওয়া গানটি প্রকাশ করেছেন তিনি।

সায়ান বলেন, এই গানটি কালো মানুষদের জন্য। নীনা সিমনের জন্য। আরো অনেক কালো মানুষের জন্য। তাদের সাথে অন্যায় করা হয়েছিল। অন্যায় এখনো হয়। আমি তার প্রতিবাদ করতে চাই সোচ্চারে। এই গান জর্জ ফ্লয়েডের জন্য।

মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশি নিপীড়নে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া বর্ণবাদবিরোধী বিক্ষোভের মধ্যে কালো মানুষদের মুক্তি চেয়ে গান বাঁধলেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান।