ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কোট চাঁদপুরে কমিউনিটি ক্লিনিক মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার’র কার্যক্রম বন্ধের প্রতিবাদে মাববন্ধন করেছে সেচ্ছাসেবীদের সংগঠন এমএইচভি এ্যাসোসিয়েশন।
রবিবার সকালে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ এমএইচভি এ্যাসোসিয়েশন উপজেলা শাখা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জিয়াউর রহমান, এমএইচবি শিরিনা খাতুন, শাহনাজ পারভীন, মুরাদ হোসেন প্রমুখ।
বক্তারা দাবী করেন, প্রান্তিক পর্যাযের জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা পৌঁছানোর জন্য ২০২০ সালে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়। যারা প্রতিটি গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান করে আসছেন। ২০৩০ সাল পর্যন্ত চুক্তি থাকলেও এখন স্বাস্থ্য মন্ত্রনালয় তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তাই বন্ধের আদেশ প্রত্যাহার ও বেতন ভাতা বৃদ্ধির দাবীতে মানববন্ধন করা হয়।