স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উৎসব মুখোর পরিবেশে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যালয়ের শ্রেণি কক্ষে অভিভাবক প্রতিনিধি পদের ভোট গ্রহন চলে। ৫ টি পদের বিপরিতে ৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। নির্বাচনে ৪১৯ জন অভিভাবক ভোটারের মধ্যে ৩৫৫ জন ভোট প্রদান করেন।
নির্বাচনে পুরুষ অভিভাবক পদে জিয়াউর রহমান ১৬১ ভোট, আব্দুর রাজ্জাক ১৬১ ভোট, আব্দুল রহিম শেখ ১৬১ ভোট, নাজিমউদ্দিন প্রামানিক ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদের অপর প্রার্থী কামাল হোসেন পেয়েছেন ১৬০ ভোট।
মহিলা অভিভাবক সদস্য পদে আখি খাতুন ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্ব›িদ্ব প্রার্থী রাশিদা খাতুন ১৬৩ ভোট পেয়েছেন।
শিক্ষক প্রতিনিধি পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন শিক্ষক গোলাম রহমান, শিক্ষক হাসান আলী ও শিক্ষিকা ফরিদা ইয়াসমিন।
একমাত্র জমিদাতা হিসেবে মনোনিত হয়েছেন আশরাফুল আলম।
সদ্য নির্বাচিত প্রতিনিধিরা ভোট দিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন করবেন। এ কমিটি আগামী দুই বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন। ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হক প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক পদের নির্বাচনে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুম মজিদ খান ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনছার আলী সক্রিয় ছিলেন। নির্বাচিত অভিভাবক সদস্যদের মধ্যে আনছার আলী সমর্থকরা নিরংকুশ বিজয় অর্জন করেছেন বলে আকমল হোসেন ওরফে আকত আলী দাবি করেন।