খোকসায় নির্বাচন কেন্দ্রিক প্রতিপক্ষের হামলায় আহত ৩

0
133
হামলায় আহত তিন আওয়ামী লীগের কর্মী

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় স্বতন্ত্র এমপি প্রার্থীর কর্মীদের হামলায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর তিন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার আমবাড়ী ইউনিয়নের ধোকরাকোল কলেজ মোড়ে আওয়ামী লীগ মনোনিত এমপি প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে দ্বিতীয় হামলার ঘটনা ঘটে। এই স্থানে বুধবার বিকালে প্রথম হামলা হয়। এসব হামলায় আহত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সেলিম আলতাফ জর্জের কর্মী আমিরুল (৫০), পিতা – মজিবর রহমান, হাসান আলী (২৮), পিতা বারেক শেখ ও মন্টু প্রামানিক, পিতা- হোসেন আলী। আহতরা নিজেদের আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর কর্মী বলে দাবি করেন।

আহত আমিরুল জানান, বুধবার বিকালে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আমবড়ীয়া গ্রামে কর্মীসভা অনুষ্ঠিত হয়। ভবানীগঞ্জ মোড় এলাকার কর্মীরা এ সমাবেশ যোগদেন। এ ঘটনায় ক্ষুদ্ধ স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের সমর্থকরা আওয়ামী লীগের সমর্থকদের উপর দু’দফায় হামলা করে। বুধবারের প্রথম হামলায় কমপক্ষে ৩ জন আহত হয়। তাদের মধ্যে আহত মন্টু কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা ধোকড়াকোল কলেজ মোড়ে এলে তাদের উপর প্রতিপক্ষ দ্বিতীয় বার হামলা করে। এ হামলায় আহত আমিরুল নিজে ও হাসান আলী আহত হয়। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি রয়েছেন।

হামলার অভিযোগে অভিযুক্তদের কয়েকজনের বাড়িতে যাওয়া হয়। তাদের পাওয়া যায়নি। পরিবারের লোকেরাও আত্মগোপন করেছেন।

স্বতস্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রউফের কোন প্রতিনিধিকে পাওয়া যায়নি। সাবেক ওই এমপির মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হয়। তিনি ফোন রিসিভ করেনি।

আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আকমল হোসেন বলেন, বুধবারের মহিলা আওয়ামাী লীগের সভায় যোগ দেওয়ায় তাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর জায়েদের সাথে কথা বলা হল তিনি জানান, মামলা প্রক্রিয়াধীন।