ভিড়ে শিশুরা বিড়ম্বনা

0
108

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ঐতিহ্যবাহী কালী পূজা ও মেলায় আসা পূণার্থী ও দর্শনার্থীরা সাথে আনা শিশুদের নিয়ে বিড়ম্বনার শিকার হন।

শুক্রবার রাতে সাড়ে ৫শ বছরের খোকসার ঐতিহ্যবাহী কালীর বার্ষিক পূজা শুরু হয়। নারী পূণার্থীদের সাথে আনা শিশুদের খাবার ও বিশ্রামের ব্যবস্থা না থাকায় বিড়ম্বনায় পরেন অভিভাবকরা। শনিবার বিকালে কালী প্রতিমা বিসর্জনের সময় মেলার মাঠ ও আশে পাশের প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে জনসমুদ্রে পরিণত হয়। এ সময় শিশুকে ভিড় থেকে রক্ষা করতে অনেক বাবা মার তৎপরতা দেখা যায়। অনেকেই সন্তানকে কাঁধে অথবা দুই হাতের উপর উচু করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন।

সুরভী দাস (৩৫)। পাংশা উপজেলা থেকে পূজা দেখতে এসে ছিলেন। কিন্তু ভিড়ে কোলের শিশুকে নিয়ে বিপদে পরে যায়। নিজের শিশুকে ভীড়ের চাপ থেকে রক্ষা করতে তাকে প্রায় যুদ্ধ করতে হয়েছে বলে জানান।