খোকসায় বাংলা ৫২ নিউজ ডটকমের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
129

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকা থেকে প্রকাশিত বাংলা ৫২ নিউজ ডটকম এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, সংবাদপত্রকে সমাজের দর্পণ বলা হয়। সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালনের বাইরেও সমাজের বা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ন ভুমিকা রাখার দৃষ্টান্ত তুলে ধরেন তিনি।

প্রধান অতিথি আরও বলেন, অনলাইন সংবাদ মাধ্যম সংবাদকে দ্রæত সাধারণ মানুষের দোড়গোরায় পেঁৗঁচ্ছেদেয়।

শুক্রবার বিকালে খোকসার শিমুলিয়া ইউনিয়নের একটি রিসোটে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আন-নুর যায়েদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন মুনসী লিটন, শেখ সাইদুল ইসলাম প্রবীন, সবুর আলম চঞ্চল, হুমায়ুন কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করে বাংলা ৫২ নিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক কাজী আওলাদ হোসেন। একই মঞ্চে অতিথিরা কেক কেটে অনলাইন পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাহিদুজ্জামান শয়ন।