খোকসায় মনোনয়ন পত্র জমা দিলেন পিতা-পুত্র, স্বামী-স্ত্রী-ভাই

0
80

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদের মনোনয়ন জমা দেওয়ার ৭ প্রার্থীর তিনজন থানা আওয়ামী লীগের নেতা রয়েছেন। এ পদে পিতার ডামি হিসেবে পুত্র, স্বামীর ডামি স্ত্রী ও ছোট ভাই মনোনয়ন পত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে জামায়াত আমীরসহ ৯ জন ও মহিলা ভাইস চেয়্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রাহিম উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রহিম উদ্দিন খানের ছেলে শাওন মাহামুদ খান মনোনয়পত্র দাখিল করেছেন। স্বপদে থেকে ওসমানপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন। তাবে তার স্ত্রী সালেহা বেগম ও ছোট ভাই সইফুল ইসলাম মনোনয় পত্র দাখিল করেছেন।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতে ইসলামীর উপজেলা আমির নজরুল ইসলাম, বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা কাকন, আসাদুজ্জামান লিটন, রেজাউল করিম, আফজাল হোসেন, মিজানুর রহমান, শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাইম আহমেদ, মনিরুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, মোছাঃ রোজী সুলতানা ও মোছাঃ ছন্দা খাতুন মনোনয় পত্র দাখিল করেছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করে মনোনয়ন পত্র দাখিল করেছেন ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম। আবার তার স্ত্রীসহ ডামি প্রার্থী রেখেছেন দুই জন।

এ ব্যাপারে চেয়ারম্যান ওহিদুল ইসলামের সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে কল করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতার সাথে কথা বলা হলে তিনি জানান, কোন চেয়ারম্যান পদত্যাগ করলে তার কাছে করার কথা। ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদত্যাগ পত্র জমা দেননি।

মনোনয়ন পত্রের বৈধতার প্রশ্নে তিনি জানান সেটা রির্টানিং অফিসার সিদ্ধান্ত নেবেন।