কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় মালবাহী ট্রেনের ধাক্কায় পুলিশের উপ পুলিশ পরিদর্শক(এসআই) সহিদুর রহমান (৪৫) নিহত হয়েছেন।
শুক্রবার (৩ মে) দুপুর দেড়টায় উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর রেল ক্রসিং এ এই ঘটনা ঘটে। সহিদুর রহমান স্থানীয় মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জের দায়িত্বে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ডিউটি শেষ করে সহিদুর রহমান পুলিশ সদস্য শরীফুলকে নিয়ে মটরসাইকেল যোগে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তার কর্মস্থল মাজিহাট ক্যাম্পে ফিরছিলেন। কাটদহচর রেল ক্রসিং পার হওয়ার সময় পোড়াদহ থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। ট্রেনটি মোটরসাইকেলসহ তাকে প্রায় দেড় কিলোমিটার হালসা রেলস্টেশন পর্যন্ত টেনে নিয়ে যায়। এ সময় সাথে থাকা অপর পুলিশ সদস্য মটরসাইকেল থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে গেলেও তিনি গুরুত্বর আহত হন। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিহত সহিদুর রহমানের বাড়ি নড়াইল জেলায়। তার বাবার নাম মৃত আবুল হোসেন ভুঁইয়া।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ইজাবুল ইসলাম জানান, ট্রেনের সাথে ধাক্কা লেগে মটরসাইকেলসহ সহিদুর রহমান চাকার নিচে পৃষ্ঠ হয়। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দুরে হালসা এলাকায় গিয়ে ট্রেনটি থামে।
তিনি জানান, কাটদহচর রেল ক্রসিংটি অরক্ষিত। এর আগেও ক্রসিং পার হওয়ার সময় মৃত্যুর ঘটনা ঘটে।
পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হরুনুর রশিদ মৃধা জানান, মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্য বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। রেল ক্রসিংটি অরিক্ষিত থাকার কথা স্বীকার করে তিনি জানান, এই রেল ক্রসিংটা পারাপার হওয়া খুবই বিপদজনক।