সুমন বিশ্বাস
বলিউডে বহুদিন ধরে স্বজনপোষণের অভিযোগ চলেছে। এমনকি শোনা যায়, এই স্বজনপোষণের কারণে বাইরে থেকে বলিউড জগতে আসা বহু অভিনেতা-অভিনেত্রী সঠিক মূল্যায়ন পাননি।
আবার কেউ কেউ অভিযোগ তুলেছেন, একমাত্র নিজের স্বার্থের জন্য বলিউডের স্টার বা প্রযোজকরা অন্য কারো ক্যরিয়ার ধ্বংস করতেও ভেবে দেখেন না দ্বিতীয় বার। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তারই জ্বলজ্যান্ত প্রমাণ।
বলিউডের জনপ্রিয় দাবাং ছবির পরিচালক অভিনব সিং কাশ্যপ বলেন, সালমন খান ও তাঁর পরিবার সুশান্ত রাজপুতের ক্যরিয়ার শেষ করার পিছনে দায়ী। ২০১০ সালে ব্লকবাস্টার ছবি ‘দাবাং’এর অভিনয়ে সালমান খানের সঙ্গে অভিনব কাজ করেছেন। তবে ছবির সিক্যুয়েলে তিনি কাজ করতে পারেননি।
আরও দেখুন:
আত্মহত্যা করলেন বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত
পরিচালক আরও অভিযোগ তুলে বলেন, সালমানের ভাই আরবাজ খান ও সোহেল খান সুশান্ত রাজপুতকে ধমক ও বিভিন্ন হুমকি দিয়ে তার ক্যারিয়ারের নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করেছিলেন। তাঁকে ক্রমাগত বুলিং করা হয়েছিল। তাঁর ক্যারিয়ারও ধ্বংস করার চেষ্টা করেছিলেন তাঁরা। এবার এমনই অভিযোগের তীক্ষ্ন তীর ছুড়ে দিলেন দাবাং পরিচালক।
আরও পড়ুন:
অমিতাভের মৃত্যুর গুজব রটনায় সাইবার ক্রাইমে মামলা