খেলার সময় ছাদ থেকে পরে শিশু আহত

0
74

স্টাফ রিপোর্টার

খেলার সময় একতলার ছাদ থেকে পরে দ্বিতীয় শ্রেণির ছাত্র গুরুতর আহত হয়েছে।

ঈদের দিন সোমবার বিকালে নিজের চাচার একতলা বাড়ির ছাদে খেলার সময় পা ফসকে পরে আহত হওয়া শিশুটির নাম শাওন। সে খোকসার শিমুলিয়া ইউনিয়নের বিলজানি গ্রামে আবুল কালামের ছেলে। শিশুটি বিলজানি দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

শিশুটির প্রতিবেশী মাহফুজুর রহমান জানান, বিকালে অন্য শিশুদের সাথে শাওনও তার চাচা আব্দুর রাজ্জাকের ছাদে খেলা করছিল। হঠাৎ করে শিশুটি পা ফসকে ছাদ থেকে নিচে পরে যায়। তারা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন।

জরুরী বিভাগে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার বিপ্লব সরকার জানান, শিশুটিকে পর্যবেক্ষনে রাখার জন্য আপাতত ভর্তি রাখা হচ্ছে। বড় সমস্যা দেখা দিলে তাকে রেফার্ড করা লাগতে পারে।