স্টাফ রিপোর্টার
চুড়ান্ত বিজয়ের প্রায় ১২ দিন আগে ১৯৭১ সালের ৪ ডিসেম্বর খোকসা হানাদার মুক্ত হয়। একঝাক মুক্তিযোদ্ধা জীবন বাজী রেখে খোকসা থানায় আক্রমন করেন। শতাধিক স্বশস্ত্র পুলিশ ও রাজাকারদের আটক করে নিয়ে যায় নিজের ক্যাম্পে। দিবসটি পালনে প্রতিবছরের মত এবারও মুক্তিযোদ্ধা সংসদ নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরের আনুষ্ঠানিক পতাকা উত্তলোন ও বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। দুপুরে এখানেই মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুদ্ধকালীন কমান্ডার আলাউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ আমজাদ আলী, খোকসা পৌর বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এজেডজি রশিদ রেজা বাজু, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ।
আরও পড়ুন – খোকসায় পূবালী ব্যাংকে ইসলামী ব্যাংকিং উদ্বোধন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা মুক্তদিবস উদযাপন কমিটির আহবায়ক সাবেক কমান্ডার ফজলুল হক। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা সুভাষ বিশ্বাস।