খোকসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

0
59

টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় পৃথক পৃথক ভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।

বক্তব্য রাখেন সরকারি কমিশনার (ভূমি) রেশমা খাতুন, খোকসা উপজেলা স্বকাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা এ জেড জি রশিদ রেজা বাজু, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ।

খোকসা সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন – শৈলকুপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৩০ বাড়ি ভাংচুর

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খোকসা সরকারি কলেজ প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান।

আরও পড়ুন –ভারত থেকে আলু এলো সাড়ে ২৭ টাকা কেজি দরে

স্বাগত বক্তব্য রাখেন আব্দুল সহকারী অধ্যাপক খালেক, ভূগোল বিভাগের প্রভাষক নজরুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান ওয়াজেদ আলী, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান হায়দার আলী, ব্যবস্থাপনা বিভাগের প্রধান শরাফত আলী, আসিফ সালাউদ্দিন শোভন। সঞ্চালনা করেন প্রভাষক নাহিদুল ইসলাম রাজু। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ বেলাল উদ্দিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।