খোকসায় ভ্রামমান আদালতের অভিযান

0
74

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা পৌর এলাকার ফুটপাত অবৈধ দখল মুক্ত রাখতে আবার ১ জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে খোকসা বাজারে প্রধান সড়ক দখল মুক্ত রাখতে অব্যাহত এ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন।

ভ্রাম্যমান আদালতে সহযোগীতাকারী উপজেলা ভূমি অফিসের পেশকার লোকমান আলী বরাতদিয়ে আমাদের প্রতিবেদক জানান, এর আগেও প্রধান বাজারের ফুটপাত দখল মুক্ত করতে ব্যবসায়ীদের অবগত করা হয়। কিন্তু ব্যবসায়ীরা সে আদেশ যথাযথ পালন না করায় দ্বিতীয় দফায় ভ্যাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন – খোকসায় ১৩ বছর পর বিএনপির কর্মী সমাবেশ

মঙ্গলবার পরিচালিত ভ্রাম্যমান আদালত বর্ষণ ইলেকট্রনিক্সর মালিককে এক হাজার টাকা জরিমানা করেন। এ সময় রাস্তা রাখা ব্যবসায়ীদের মালামাল পৌর সভার বজ্র ফেলা ভ্রানে তুলে নেন। পরে ব্যবসায়ীদের সব মালামাল ফেরতও দেয় আদালত।