কুষ্টিয়ায় প্রাণঘাতী কোভিড-১৯ এ আরও দুইজনের মৃত্যু

0
127
Corona
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে নতুন করে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- আসাদুল হক (৫৬) ও একাব্বর আলী (৬৮)। এ পর্যন্ত কুষ্টিয়া জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু ঘটলো।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ডাক্তার তাপস কুমার সরকার বলেন, ১৩ জুন কুষ্টিয়া শহরের বারখাদা এলাকার করোনা শনাক্ত রোগী আসাদুল হক (৫৬) এবং ২২ জুন চর মিলপাড়া এলাকার একাব্বর আলীকে (৬৮) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবণতি ঘটলে উন্নত চিকিৎসার তাদের দুজনকেই খুলনা মেডিকেল হাসাপাতলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় শ্বাসকষ্টজনিত কারণে বুধবার তারা দুজনই মারা যান।

জেলায় বর্তমানে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪৩৬ জন। এর মধ্যে আরোগ্য লাভ করেছেন ১২১ জন। আক্রান্তদের মধ্যে ২০ জন হাসপাতালে ও অন্যরা হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল ইসলাম বলেন, খুলনায় চিকিৎসাধীন দুই রোগী প্রচন্ড শ্বাসকষ্টে মারা যান। স্বাস্থ্য-বিধি ও সরকারী নিয়ম অনুসরণ করে তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

আরও পড়ুন

কুষ্টিয়ায় সাপের কামড়ে একই পরিবারের তিনজন নিহত