খোকসায় অভিমান করে ৬ষ্ঠ শ্রেনির ছাত্রের আত্মহত্যা

0
125

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার মোবাইল ফোন ব্যবহারের বাধা দেওয়ায় দাদির উপর অভিমান করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার দুপুরে জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রামে ওই শিশু তার নিজের বাড়িতে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শিশু তাহসান ঈশ্বরদী মধ্যািমক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সে একতারপুর গ্রামের নূর আলম মেহেদীর ছেলে।

পাবিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মোবাইল ফোঁন নিয়ে তাহসানের সাথে তার ছোট বোনের বিবাদ হয়। এ সময় শিশুটির দাদি স্কুল শিক্ষিকা মোবইল ফোনটি কেড়ে নিয়ে ছোট নাতিনের হাতে দেয়। এ ঘটনার পর তাহসান নিজের শোবার ঘরে গিয়ে গলায় ফাঁস নেয়। এক পর্যায়ে বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃতবলে ঘোষনা করে।

আরও পড়ুন – ধান আনতে গিয়ে বজ্রপাতে ট্রলিচালকের মৃত্যু

পরে থানা পুলিশের অনুমতি সাপেক্ষে রাত সাড়ে ৯ টার দিকে গ্রামে পারিবার কবর স্থানে শিশুটির দাফন করা হয়।

আরও পড়ুন – চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নে অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নঈমুল ইসলাম বলেন, মোবাইলে গেম খেলা কেন্দ্র করে দুই শিশু ভাই বোনের মধ্যে বিরোধ হয়। দাদি এসে ফোনটি কেড়ে নিয়ে ছোট কন্যা শিশুটির হাতে দেয়। এ সময় শিশু তাহসান নিজের ঘরে গিয়ে আত্মহত্যা করে। অভিযোগ না থাকায় শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।