স্টাফ রিপোর্টার
খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের সাবেক নেতা জাবিউল আলম জেম আটক হয়েছে।
পুলিশের হোয়াটস অ্যাপের তথ্যে জনা গেছে, সোমবার দিনগত রাতে পুলিশের একটি দল উপজেলা সদরের পৌর এলাকার চুনিয়াপাড়া থেকে জাবিউল আলম জেমকে আটক করে। সে চুনিয়া পাড়ার মনওয়ার-উল-আলম ওরফে মহব্বত আলীর ছেলে। জাবিউল আলম জেম খোকসা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছিলো।
আরও পড়ুন – মিষ্টির কারখানার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা
তাকে খোকসা থানায় ২৪ মে দায়েরকৃত ১০ নম্বর মামলায় আসামী হিসেবে কোট হাজতে প্রেরণ করা হয়েছে।