কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ

0
57

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে উফশি আমন ধানের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দুই হাজার ২০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার প্রদান অন্ষ্ঠুানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর। অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে অন্ষ্ঠুানে উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, সাংবাদিক কে এম আর শাহিন প্রমুখ।

জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় ১৪ হাজার ৭০০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ধানের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৪ – ২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির দুই হাজার ২০০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়।

আরও পড়ুন – খোকসায় ছাত্রলীগের সাবেক নেতা জেম আটক

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার কৃষকদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছেন। প্রণোদনার উপকরণ কোনো কৃষক ব্যবহার না করে বিক্রি করলে বা নষ্ট করলে ভবিষ্যতে তাদের কর্মসূচি থেকে বাদ দেওয়া হবে।