খোকসায় রথযাত্রা ও গ্রামীন মেলা অনুষ্ঠিত

0
61

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে রথযাত্রা উৎসব উৎযাপিত হয়েছে। এ উপলক্ষে বসেছিল গ্রামীন মেলা।

শুক্রবার বিকালে উপজেলার জানিপুর ইউনিয়নের নিচলাট বটতলা ভুতের ভিটায় রথযাত্রা উপলক্ষে দিন ব্যাপী কীর্ত্তন ও পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। বিকাল থেকে শুরু হয় উদ্দম কীর্ত্তন। পরে স্থানীয় নারী ও পুরুষদের দল পালাক্রমে কীত্তন পরিবেশন করে। সন্ধার পর একমাইল দূরে একটি মন্দিরে রথ টেনে নিয়ে যাওয়া হয়। সাত দিনের মাথায় আগামী শনিবার সন্ধ্যায় রথটি টেনে আবার ভুতের ভিটায় আনা হবে।

রথ যাত্রা উপলক্ষে ঈশ্বরদী – ভবানীগঞ্জ সড়কের প্রায় আধাকিলোমিটার এলাকা জুড়ে বসেছিল গ্রামীন মেলা। জিলাপি, মাটি খেলনা ও বাঁশ বেতের পাত্র সহ নানা পন্যের পসরা মেলে বসেছিল দোকানিরা। আশে পাশের গ্রাম গুলো থেকে কয়েক হাজার নারী পুরুষ মেলায় জমায়েত হয়েছিলেন।

রথ যাত্রার অনুষ্ঠানে একটি কীর্ত্তন দলে খোল সংগত করতে এসেছিলেন বিদ্যুৎ বরণ রায়। বয়সের ভারে অনেকটা নুয়ে পরেছেন। তিনি এই রথযাত্রার শুরু থেকে কীর্ত্তন করে আসছেন।

আরও পড়ুন – খোকসার শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার গুলো অরক্ষিত

প্রধান আয়োজক ক্ষীতেন সাধু। তিনি বলেন, ২৫ বছর আগে এই রথযাত্রা ও মেলা শুরু হয়। প্রতিবছর আষাঢ় মাসে রথ যাত্রা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের সহায়তায় অনুষ্ঠানটি করা হয়। তিনি উপলক্ষ মাত্র।