স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসার শোমসপুর আবুল তালেব ডিগ্রী কলেজ কেন্দ্রের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাধ্যে বোতল জাত বিশুদ্ধ খাবার পানি ও পরীক্ষার উপকরণ বিতরন করেছে ছাত্রদল।
রবিবার সকালে পরীক্ষা শুরুর আগে শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজ গেট দিয়ে হলে প্রবেশের সময় পরীক্ষার্থীদের হাতে ছাত্রদলের উপহার সামগ্রী পৌচ্ছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য আরিফুল ইসলাম বাবু, খোকসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম রিয়াজ, খোকসা পৌর ছাত্রদলের সভাপতি তানভীর শরিফ স্বাধীন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম টনি, খোকসা পৌর ছাত্রনেতা তানজিদ ইসমাইল আদিত্য প্রমুখ।
আরও পড়ুন –কুষ্টিয়া পৌর বিএনপির কাউন্সিলে কারচুপির অভিযোগে পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলন
উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে গত সপ্তাহে খোকসা সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি ও পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।