কুষ্টিয়া প্রতিনিধি
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেন সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। তিনি বলেন, দৌলতপুর উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত জনপদে রুপান্তর করতে চাই। সবাইকে সাথে নিয়ে সন্ত্রাস-মাদকমুক্ত দৌলতপুর গঠন করতে চাই। সন্ত্রাস, মাদক সেবনকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে আমার যুদ্ধ চলমান আছে। দৌলতপুরকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
সোমবার বেলা ১২টার দিকে কুষ্টিয়া শহরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন। এসময় কুষ্টিয়া জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা, টিভি ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুবদল নেতা শরিফ উদ্দিন জুয়েল আরও বলেন, বিএনপির রাজনীতি করার কারণে ফ্যাসিস্ট মাফিয়া সরকারের আমলে তিনবার কারাবরণ করেছি। ডিবির হাতে গ্রেপ্তার হয়ে আমি ৪৫ দিন আয়নাঘরে ছিলাম। এ পর্যন্ত আমার নামে ৩১৭টি রাজনৈতিক মামলা হয়েছে। সবসময় সকল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী জাতীয় নির্বাচনে সবাই স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন বলে আশা রাখি।
তিনি বলেন, আমি কুষ্টিয়ার দৌলতপুরের সন্তান। আমি ঢাকার পড়াশোনা করেছি। দীর্ঘ ৩১ বছরআগে তিতুমীর কলেজ ছাত্রদল থেকে আমার রাজনৈতিক পথ চলা শুরু। দলের সবচেয়ে দুঃসময়ে আমি রাজপথে থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছি।
তিনি বলেন, ওয়ান ইলেভেনের সময় দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সংস্কারপন্থিতে যোগ দিয়েছিলেন। একারণে ২০০৫ সালে উপনির্বাচনে এমপি হয়েও ২০০৮ সালের নির্বাচনে দল থেকে নমিনেশন পাননি। দৌলতপুরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত নেতাকর্মীরা অনেক সময় গায়েবি মামলার শিকার হয়েছেন, গ্রেপ্তার হয়েছে, জেলে গিয়েছে। আমি তাদের পাশে থেকে সার্বক্ষণিক সহযোগিতা করেছি।
আরও পড়ুন – খোকসায় এইচএসসি পরীক্ষার্থীদের উপহার সামগ্রী দিলো ছাত্রদল
এসময় অন্যান্যের মধ্যে দৌলতপুর উপজেলার বিএনপি সাবেক সভাপতি ও দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য আলতাফ হোসেন, কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম, কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম নিশাত, দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাজিবুর ইসলাম সুমন গাজী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, দৌলতপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু প্রমুখ উপস্থিত ছিলেন।