কুকুরের দখলে

0
58

অসুস্থ্য কুকুগুলোর দখলে হাসপাতালের প্রধান ভবনের একমাত্র গেটটি। নোংরা আর্বজন খেয়ে দিনরাত ভবনের প্রধান গেটটিতেই শুয়ে বসে কাটায় কুকুর গুলো। অসুস্থ্য রোগী নিয়ে জরুরী বিভাগ অথবা ওয়ার্ডে ঢুকতে হয় জীবনে ঝুঁকি নিয়ে। পরিদর্শনে আসা কুষ্টিয়ার সিভিল সার্জন ভবনের গেটে গাড়ি রেখে কুকুর গুলোর পাশ দিয়ে অফিসে ঢুকেছেন। কুকুর গুলোকে টপকে উকি দিচ্ছেন এক দালাল। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালের মুল ভবনের গেট থেকে রবিবার ছবিটি তোলা।

আরও পড়ুন – একাধিক প্রতিষ্ঠানের শিক্ষক মুসা তুলছেন বেতন-ভাতা