কলা পাতায় ছিন্নি

0
31

জুমার নামাজ শেষে পরিবারের জন্য মসজিদে দোয়া খায়ের কররেন মুসল্লিরা। তাদের সন্মানে একটু মিষ্টি জাতীয় ছিন্নি’র (সিন্নি) আয়োজন করা হয়েছে। শিশু আয়শা’র দায়িত্ব পরেছে মসজিদে কলাপাতা পৌচ্ছে দেওয়ার। কলাপাতা নিয়ে অতি সন্তর্পণে মসজিদে ঢুকছে শিশুটি। শুক্রবার দুপুরের কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের একতারপুর পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে থেকে ছবিটি ধারণ করা।

আরও পড়ুন – অটোচালককে হত্যা করে অটো ছিনতাই

আরও পড়ুন – এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৪৫