অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে রবিন খান আটক

0
72

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতির ভাতিজা রবিন খানকে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে পুলিশ আটক করেছে।

মঙ্গলবার দিনগত রাতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান অস্ত্র ও চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে শোমসপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে রবিন খানকে আটক করে থানা পুলিশ। সে খোকসা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম খানের ছেলে। এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের ভাতিজা। তার বাড়ি শোসপুর ইউনিয়নের শোমসপুর গ্রামে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম এ প্রতিনিধির সাথে মুঠোফোনে আলাপ কালে রবিন খানকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, আটক রবিনের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন – জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা

রবিন খানকে আটকের ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন – জলমগ্ন স্কুল ভবন