কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল, পৌর বিএনপির পুনঃ নির্বাচন ও আওয়ামী লীগ পুনর্বাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দলের একাংশের নেতারা।
বুধবার দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন দলটির একাংশের নেতারা। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুল হাসান অপুর সভাপতিত্বে বক্তব্যে রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল মাজমাদার, আব্দুর রাজ্জাক বাচ্চুসহ বিএনপির সাবেক বিভিন্ন পর্যায়ের পদবঞ্চিত নেতারা।
এসময় নেতারা বলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করছেন তারা। তিন মাসের জন্য এ কমিটি গঠন করা হয়। এরই মধ্যে কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। তারা বর্তমান আহবায়ক কমিটি ভেঙে দিয়ে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
সংবাদ সম্মেলন নেতারা অভিযোগ করে বলেন, স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে দলে নিষ্ক্রিয়, আওয়ামী লীগের দোসরদের নিয়ে বিভিন্ন থানা কমিটি গঠন করা হয়েছে। অন্য দিকে দীর্ঘদিনের পরিচিত পোড় খাওয়া নেতাকর্মীদের উপেক্ষিত করা হয়েছে।
আরও পড়ুন – সেনাবাহিনীকে নিয়ে কটূক্তিকারীদের বয়স কম, বড় হলে ভুল বুঝতে পারবে -সেনাপ্রধান
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ইচ্ছে থাকলেও আহ্বায়ক কমিটিতে কোনভাবেই সবাইকে স্থান দেওয়া সম্ভব নয়। খুব শীঘ্রই আমরা কুষ্টিয়া জেলা বিএনপির কাউন্সিল করব। কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলে সেখানে অবশ্যই ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।