খোকসার গ্রামে অগ্নিকান্ডে কৃষকের একটি ঘর পুড়ে গেছে

0
20

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে এক কৃষকের বাড়িতে চুলার আগুনে একটি ঘর পুড়ে গেছে।

সোমবার দিনগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার শোমসপুর ইউনিয়নের নিশ্চিন্তবাড়িয়া গ্রামে আজাদ শেখের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়। স্থানীয়রা পাশের বাড়ির বৈদতিক মোটররের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে গৃহকর্তার রান্না ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

পরিবার সূত্রে জানা গেছে, গৃহকর্তা আজাদ শেখ নিজের ঘরে আগুন জ্বলতে দেখে ছেলেদের ডেকে তোলে। তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। ২০ মিনিটের আগুনে তাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।