খোকসায় পদ্মা নদীর কোলে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন

0
20

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পদ্মা নদীর কোলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকালে খোকসা উপজেলার ধোকড়াকোল, কুঠিপাড়া, গোঁসাইডাঙ্গী ও আমলাবাড়ীয় পদ্মা নদীর কোলে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নৌকা বাইচ ও মেলা কমিটির সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কবুতর উড়িয়ে নৌকা বাইচ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী, খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আলাউদ্দিন খাঁন, খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, কুমারখালী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন, বিএনপি নেতা সাইদুল ইসলাম, খান আতাউর রহমান সবুজ, রেজাউল করিম মাষ্টার, মোতালেব হোসেন মাষ্টার প্রমুখ। বৃহস্পতিবার থেকে প্রতিযোগিতা শুরু হবে। আগামী ২৮ সেপ্টেম্বর রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।