কুমারখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত 

0
28

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে এবারো প্রায় চার হাজার দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়েছে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন ও তহিরন নেছা হাসপাতাল। এক হাজার জনকে ছানি অপারেশন করা হবে।

রবিবার সকাল ৯টায় আলাউদ্দিন নগরে অবস্থিত তহরিন নেছা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প ২০২৫ শুরু হয়।

এ নিয়ে গেল ২১ বছরে অর্ধ লক্ষাধিক মানুষকে বিনামূল্যে এমন সেবা দিয়েছে হাসপাতালটি। এর মধ্যে অন্তত ১৫ হাজার রোগীর বিনামূল্যে ছানি অপারেশন করা হয়েছে।

এ সময় উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকার বয়োজ্যেষ্ঠ ফরিদা খাতুন আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘চোখে ছানি পড়েছে বাবা। আমরা ফকির মানুষ। বাইরে অপারেশন করাতি ক্লিনিক ওয়ালা ২৫ হাজার টাকা চাইছে। সেজন্য ফ্রি শুনে এখেনে আইসি।’

সদকী ইউনিয়নের ঘাঁসখাল এলাকার আব্দুর রহিমের বয়স সত্তরোর্ধ। দেহ কর্মক্ষম হলেও ঝালমুড়ির বিক্রি করে জীবিকার্জন তার। তিনি বলেন, মেলাদিন আগে এখান থেকে বিনামূল্যে এক চোখের ছানি অপারেশন করেছিলাম। মাইকে খবর শুনে আরেক চোখের জন্য এসেছি। বিনামূল্যে সেবা পেয়ে খুশি সবাই।

আয়োজকরা জানায়, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী, শিক্ষানুরাগী ও আলাউদ্দিন আহমেদ গত ২১ বছর ধরে সুবিধাবঞ্চিত মানুষের চক্ষু চিকিৎসার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০০৪ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৫০,০০০ রোগী এই ক্যাম্পের মাধ্যমে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন, যার মধ্যে ১৫,০০০ জনের সফল ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। বিনামূল্যে সেবা নিতে পেরে খুশি স্থানীয়রা।