ধানের পাতা মোড়ানো রোগে কৃষক দিশেহারা

0
37

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উঠতি আমন ধানের পাতা মোড়ানো পোকার আক্রমন মহামারি আকার ধারণ করেছে। কৃষকের অভিযোগ পাশে নেই কৃষি কর্মকর্তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন আবাদ মৌসূমে প্রায় ৬৭৩৯ হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ মাত্রা ছিলো। কিন্তু আবাদ হয়েছে ৬৭৪০ হেক্টর জমিতি।

কৃষকরা বলছেন, চলতি আমন আবাদ মৌসূমে খোকসা পৌর এলাকা, শিমুলিয়া, জানিপুর ও বেতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন মাঠে পোকার আক্রমন দেখাদেয়। ধান সবে কাইচ থোর হয়েছে। এ পর্যন্ত তিন চার বার কীটনাশক স্প্রে করেছেন প্রতিটি কৃষক। কিন্তু পোকার আক্রমন যাচ্ছে না। এখন আবার দেখা দিয়েছে পাকা মোড়ানো রোগ। অনেক কৃষকের জমির সব ধান নষ্ট করে দিচ্ছে এই পোকা। দুই একটি ধানের জামিতে কারেন্ট পোকার আক্রমন দেখা দিয়ে। দলগত ভাবে আক্রমন করে এই পোকা। ধান কাইচ থোর হলেই এই পোকার আক্রমদেখা দেয়া। ফসল কাটা পর্যন্ত এরা ধান গাছের সাথে আটকে থাকে। এই পোকা আক্রমন করলে ধানের বিছালি (খড়) পর্যন্ত নষ্ট করে ফেলে।

মালিগ্রাম মধ্যপাড়ার কৃষক আব্দুস ছাত্তার খান। নিজের ৯ বিঘা জমিতে ধানী গোল্ড, ১৭ ও ৭০০৬ প্রজাতের আমন ধান আবাদ করেছেন। তার বেশীর ভাগ জমিতের ধান পাতামোড়ানো পোকার আক্রমনে নষ্ট হয়ে গেছে। তিনি কোন কোন জমিতে তিন বার কীটনাশক স্প্রে করেছেন। জমির ধান রক্ষা করতে পারেনি।

এই কৃষকের অভিযোগ কৃষি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের ডাকলে মাঠে আসেন না। সন্ধ্যায় তারা বসেন সার কীটনাশক ওষুধের দোকানে। কৃষকের কথা শুনে ওষুধ নির্বাচন করেন।

এক গ্রামে আর এক কৃষক রানা। তিনিও ৫ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছে। তিনি প্রতিটি জমিতে চার বার কীটনাশক স্প্রে করেছেন। তার জমিতেও পোকার আক্রম হয়েছে। তিনিও অভিযোগ করেন বøক সুপার ভাইজারদের বিরুদ্ধে। তিনি বলেন আগে তার(কৃষি কমর্কর্তারা) রাজনৈতিক ভয়ডরে মাঠে আসতো। এখন তারা জমিদার হয়ে গেছে।

সোমবার সন্ধায় এ রিপোট লেখার সময় উপসহকারী কৃষি কর্মকর্তার খোকন হোসেনের সাথে কথা বলা হয়। তিনি দাবি করেন নিজেরা পরীক্ষা করে দেখেছেন। এ উপজেলাতে পাতামোড়ানো ও মাজরা পোকার আক্রমন মহামারি আকার ধরণ করেনি। যেসব কৃষকের জমিতে এই পোকার আক্রমন হয়েছে তাদের ওষুধের পরামশ্য দেওয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান বলেন, পোকার আক্রমন হলে উপসহকারী কৃষি কর্মকর্তাদের তড়িৎ সেখানো যাওয়া নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন। এখন পোকার আক্রম দেখা দিলেও উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে।